চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুনামগঞ্জের দুর্যোগপূর্ণ এলাকায় ১০ টাকা কেজি চাল বিক্রির চিন্তা: খাদ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সুনামগঞ্জের দুর্যোগপূর্ণ এলাকায় খোলাবাজারে চাল বিক্রির পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া ১০ টাকা দরে চাল দেয়ার ব্যাপারে কিছু করা যায় কি না, সে ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে।

দুপুরে সিলেটে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে কর্মশালায় খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে মানুষের সাংবিধানিক অধিকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন সরকার হাত দিয়েছে নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে।

তিনি বলেন, দেশের উন্নয়ন থামিয়ে দিতে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে পশ্চিমা দেশগুলোর চেয়ে বেশি সাফল্য দেখিয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনার নাজমান আরা খানুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক এডভোকেট লুৎফর রহমান, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার সহ অন্যান্যরা।