চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিলেটে প্রকৃত ক্ষতিগ্রস্তদের এাণ সহায়তা না পাওয়ার অভিযোগ

সিলেটে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ফসল হারিয়ে ক্ষতিগ্রস্তদের অনেকেই এখনও ত্রাণ সহায়তা পায়নি। সরকারি বরাদ্দ কম থাকার পাশাপাশি যাচাই-বাছাই না করে ত্রাণ বিতরণের কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হচ্ছেন।

সংশ্লিষ্টরা বলছেন, পর্যায়ক্রমে তাদেরও ত্রাণ সহায়তা দেয়া হবে।

সিলেটে সরকারি হিসাবে বন্যা ক্ষতিগ্রস্থ পরিবার ২ লাখ ১২ হাজার ৫শ৭০টি। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও অনেক বেশি। আর ভিজিএফ কার্ডের মাধ্যমে মাসে ৩০ কেজি চাল ও নগদ ৫শ টাকা করে দেয়া হচ্ছে ৫০ হাজার পরিবারকে। বেশির ভাগ পরিবারই এখনো ত্রাণ সহায়তার বাইরে রয়ে গেছে।

প্রয়োজনের তুলনায় ত্রাণ সরবরাহ কম থাকায় সবাইকে দেয়া যাচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা।

দ্রুত ত্রাণ সরবরাহ বাড়ানোর পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এর আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: