চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বেড়ে ব্যাপক ভাঙ্গন

ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা নদীতে পাহাড়ী ঢলে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। এরই মধ্যে গত ১৫ দিনে একশ’র বেশি বাড়ি ঘর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।  এর ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে  নদী তীরবর্তি আরো কয়েকটি গ্রামের মানুষ।

প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে ভাঙ্গন কবলিত মানুষ।

গত এক মাস ধরে পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ভাঙ্গনের তীব্রতা বেড়ে গেছে। গত ১৫ দিনে সদর উপজেলার বাহুকা, চর বাহুকা কাজিপুরের শুভগাছা ও খুদবান্ধি গ্রামের একশ’রও বেশী বসতবাড়ী ও আবাদি জমিসহ নানা স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে আরো কয়েকটি গ্রাম।

শিমলা-ক্ষুদবান্ধি বাঁধ ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা এলাকাবাসীর।  ভাঙ্গন রোধে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বিভাগ।

ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্থ মানুষদের।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: