চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিরাজগঞ্জে নির্মাণাধীন বাঁধ ভেঙে জেলা শহরসহ ২০ গ্রামে যমুনার পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার রাতে যমুনা নদীর পানির প্রবল চাপের কারণে বাঁধের এক অংশ আকস্মিক ভেঙে যায়। এতে ধীরে ধীরে লোকালয়ে পানি প্রবেশ করছে।

ভাঙনের কারণে বাহুকা, ইটালি, সিমলা, বালিঘুগরি, চিলগাছা, ভেওয়ামারা, গজারিয়া ও পাঁচ ঠাকুরীসহ সদর উপজেলার তিন ইউনিয়নের অন্তত ২০টি গ্রামে পানি ঢুকে পড়েছে।

আতঙ্কিত হয়ে এসব অঞ্চলের মানুষ রাতেই বাড়িঘর সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতে সঠিক সময়ে কাজ না করায় এমন অবস্থা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

তবে সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জরুরি ভিত্তিতে বাধ মেরামতের কাজ রাতেই শুরু করা হবে।

ছবি-হীরক গুণ