চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাভারের আশুলিয়ায় রাজিয়া সুলতানার ব্যতিক্রমী কৃষি উদ্যোগ

সাভারের আশুলিয়ায় ব্যতিক্রমী কৃষি উদ্যোগ নিয়ে সাড়া ফেলেছেন রাজিয়া সুলতানা নামের এক তরুণী গৃহবধু। ১৮ বিঘা জমিতে তিনি গড়ে তুলেছেন বিদেশি সবজির খামার। কৃষি বিনিয়োগে লাভ নিশ্চিত করতে চুলচেরা হিসাবের নজিরও গড়েছেন তিনি।

আবাদি ক্ষেতের মধ্যেই আবাসিক প্লটের আয়োজন। সেখানেই টুকরো টুকরো ক্ষেতে তরতরিয়ে বেড়ে উঠছে বিদেশি সবজি। বাংলাদেশের মাটি ঠিকই চিনে নিয়েছে বকলি, ক্যাপসিকাম, চেরি টমেটো, রেডবিট, সেলেরি, চাইনিজ ক্যাবেজের মতো সবজিকে। কয়েকটি খণ্ডে ১৮ বিঘার এই ফসলি সংসার গড়েছেন রাজিয়া সুলতানা।

ভোক্তা চাহিদা, উৎপাদনমূল্য আর লাভের হিসাব করেই রাজিয়া একের পর এক নতুন সবজি যুক্ত করছেন তার এই খামারে।

শিক্ষাজীবন শেষে সংসার জীবনে এসে কৃষিকে পেশা হিসেবে নিয়েছেন রাজিয়া। মাত্র তিন বছরের অভিজ্ঞতা তাকে দিয়েছে বহুদূর এগিয়ে যাওয়ার স্বপ্ন।

এই তরুণী কৃষক এখন পাল্টে দিয়েছেন অন্য কৃষকের চিন্তা-ভাবনাও।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: