চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সহসাই নতুন কোচ পাচ্ছেন না সাকিবরা

ঘরের মাঠে ত্রিদেশীয় লড়াই ও শ্রীলঙ্কা সিরিজে হেড কোচ ছাড়াই খেলছে বাংলাদেশ। হাথুরুসিংহে চলে যাওয়ার পর অভিভাবকহীন হয়ে পড়া দলটি নতুন কোচ পাচ্ছে না সহসাই। মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় বসতে যাওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট ‘নিধাস ট্রফি’তেও প্রধান কোচ ছাড়াই খেলতে যাবেন সাকিব-তামিমরা!

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, নিধাস ট্রফির আগে পাওয়া যেতে পারে কেবল ব্যাটিং কোচ, তবে সে সম্ভাবনাও ক্ষীণ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

নিধাস ট্রফিতে যে হেড কোচ পাচ্ছে না বাংলাদেশ, এটা তাই একরকম নিশ্চিতই। ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে টেকনিক্যাল ডিরেক্টরের ছায়ায় হেড কোচের দায়িত্ব সামলেছেন খালেদ মাহমুদ সুজন। বিদেশ সফরেও কী সেরকম কিছুই হবে?

খোলাসা না করে জালাল ইউনুস কেবল জানালেন, হেড কোচ থাকবে এবং সেটি বর্তমান ম্যানেজমেন্টেরই কেউ।

আলোচনায় আছেন জাতীয় দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসলও। তাকে দেখা যেতে পারে নিধাস ট্রফিতে বাংলাদেশের হেড কোচের দায়িত্ব সামলাতে। সোমবার ক্রিকেট পরিচালনা বিভাগের সভায় ডাকা হয়েছিল হ্যালসলকে।

মিরপুরে এদিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে সভা করেন কয়েকজন বোর্ড পরিচালক। সেখানেই অন্যান্য বিষয়ের সঙ্গে গুরুত্ব পায় কোচ নিয়োগের ব্যাপারটি। সভা শেষে কোচ নিয়োগে বিলম্বের কারণও ব্যাখ্যা করেন জালাল ইউনুস।

মূর্তিকারিগর

‘বাংলাদেশের জন্য যে ধরনের কোচ দরকার তেমন একজনকে নিয়োগ দিতে চাওয়াতেই দেরি হচ্ছে। হুট করে কাউকে নিয়োগ দিতে চাচ্ছি না। নিধাস ট্রফির আগে ব্যাটিং কোচ হিসেবে মাইকেল বেভান ও নিল ম্যাকেঞ্জি বিবেচনায় আছে। তবে এত কম সময়ের মধ্যে কোন ব্যাটিং কোচও হয়ত আনা সম্ভব হবে না। আলাপ-আলোচনার মধ্যে আছে। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তাদের সঙ্গে যেগুলো নিয়ে আলোচনায় চূড়ান্ত অবস্থায় আসেনি। এখনও বিবেচনায়।’

ত্রিদেশীয় সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, কোচ ইস্যুতে খেলোয়াড়দের নানা মত রয়েছে। কেউ কেউ চান কোচ ছাড়াই খেলতে। তবে জালাল ইউনুস জানাচ্ছেন, দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারই এখন বিসিবির কাছে চাইছেন দ্রুত কোচ নিয়োগ দিতে।

‘একটা স্কুলে সবধরনের শিক্ষক থাকতে পারে। অঙ্কের শিক্ষক, ভূগোলের শিক্ষক, কিন্তু হেড মাস্টার তো দরকার। সবধরনের শিক্ষক আছে, হেডমাস্টার নেই। আমাদের একজন হেড কোচ অবশ্যই দরকার। এটা খেলোয়াড়রাও বলছে। কয়েকদিন আগে কয়েকজন সিনিয়র খেলোয়াড় বলছিল, যত দ্রুত সম্ভব হেড কোচ প্রয়োজন তাদের।’