চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব উদ্বোধন

মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের উদ্বোধন করেন ভাষা সৈনিক আব্দুল গাফ্ফার চৌধুরী।

বিজয় উৎসব উদ্বোধন করেন আব্দুল গাফ্ফার চৌধুরী

‘ঐক্য গড় বাংলাদেশ/ সাম্প্রদায়িকতা হবে শেষ’ এই স্লোগানকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট ১৩ থেকে ১৯ ডিসেম্বর অবধি ঢাকা মহানগর জুড়ে এ উৎসবের আয়োজন করেছে।

দেশের গান গেয়ে দর্শকদের বিজয়ের উৎসবে উজ্জীবিত করেন শিল্পীদল

কেন্দ্রীয় শহীদ মিনার, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ, ধানমণ্ডি রবীন্দ্রসরোবর, বাহাদুর শাহ্ পার্ক, মিরপুর মঞ্চ, দনিয়া মঞ্চ, উত্তরা রবীন্দ্র সরণী মুক্তমঞ্চসহ ঢাকার বিভিন্ন অঞ্চলে ৯টি মঞ্চে বিজয় উৎসব পালিত হবে।

বাবা মা’র হাত ধরে শিশুরাও উপস্থিত ছিলো জাতীয় পতাকা হাতে

জোট সভাপতি গোলাম কুদ্দুছ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, শিল্পী ফকির আলমগীর প্রমুখ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও উপস্থিত অতিথিবৃন্দ

নাসির উদ্দীন ইউসুফ বলেন, তারুণ্যের বিজয় উদযাপনের ধরনটাকে তিনি স্বাগত জানান। তিনি বিশ্বাস করেন তারুণ্য দেশপ্রেমের শক্তিকে হৃদয়ে লালন করছে।

নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ

নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের চেতনায়     ঐক্যবদ্ধ হতে হবে।

নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার

বিজয় উৎসব ২০১৬ এর উদযাপন কমিটির সমন্বয়ক হাসান আরিফ বিজয়ের উৎসবে ক্ষুদ্র নৃ গোষ্ঠীগুলোকেও সম্পৃক্ত করার কথা বলেন।

বিজয় উৎসব ২০১৬ এর উদযাপন কমিটির সমন্বয়ক হাসান আরিফ

স্বরচিত কবিতা পাঠ করেন কবি ড. মুহাম্মদ সামাদ।

কবিতা পাঠ করেন ড. মুহাম্মদ সামাদ

ভাষাসৈনিক আব্দুল গাফ্ফার স্মৃতিচারণ করেন ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ সংগ্রামের দিনগুলোর।

স্মৃতিচারণ করেন ভাষাসৈনিক আব্দুল গাফ্ফার চৌধুরী

অনুষ্ঠান উপভোগ করতে ও স্বাধীনতা সংগ্রামের আবহকে হৃদয়ে ধারণ করতে উপস্থিত ছিলেন শহরের নানা প্রান্ত থেকে আসা নানা বয়সের জনতা।

 

বিজয় উৎসবে লাল সবুজের পতাকা হাতে আগামী

বিজয়ের মাসে বুকে লালন করা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে থাকতে চান দেশের প্রতিটি সময়ের ইতিহাসের সাক্ষী হয়ে- এমনটাই জানালেন নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে আসা ইউসুফ ও নূরে আলম।

নূরে আলম ও ইউসুফ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিকাল ৪টায় রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে।