চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই বাংলার ছবি ‘অনুপ্রবেশ’

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘অনুপ্রবেশ’। ছবির পটভুমি নেওয়া হয়েছে কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের গল্প থেকে। পরিচালনা করবেন ভারতের স্বনামধন্য নির্মাতা অরিন্দম শীল।

সম্প্রতি কলকাতার সংবাদ মাধ্যমকে অরিন্দম শীল বলেন, ‘সমরেশ মজুমদার নিজেই আমাকে এই গল্প নিয়ে ছবি তৈরির প্রস্তাব করেছেন। আমিও দেখলাম গল্পে অনেক সিনেম্যাটিক ব্যাপার রয়েছে। তার ওপর গল্পটি এই সময়ের জন্য প্রাসঙ্গিক বলে আমার মনে হয়।’

ছবির কাহি​নী প্রসঙ্গে বলেন, ‘একটি ছেলে বাংলাদেশ থেকে কলকাতায় আসে। তার সফর এই ছবির প্রেক্ষাপট। সফরে কয়েকটি মেয়ের সঙ্গে তার দেখা হয়। তারা হয়তো একটি মেয়েরই বিভিন্ন দিক হতে পারে।’

ছবির অভিনশিল্পীদের প্রসঙ্গে অরিন্দম শীল বলেন, ‘ছবিতে অভিনয় করছেন বাংলাদেশ আর ভারতের শিল্পীরা। আবির ছাড়াও দেখা যেতে পারে রুদ্রনীল ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ঋতাভরী চক্রবর্তীকে। বাংলাদেশের শিল্পীদের মধ্যে দেখা যেতে পারে কুসুম শিকদার, পরীমনি, নুসরত ইমরোজ তিশা, অপি করিমকে।’

বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ছবি বানানো প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে ছবিগুলো ইন্দো-বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি হয়েছে, সেগুলো সবই বাণিজ্যিক। গৌতম ঘোষ আগে যে কাজগুলো করেছেন, সেগুলোকে অবশ্য আমি এই সব কিছুর চেয়ে অনেক উপরে রাখব। তাছাড়া বাংলাদেশ থেকে সিরিয়াস ছবি বানানোর উদ্যোগ একমাত্র মোস্তাফা সরয়ার ফারুকী নিয়েছেন। এখান থেকে আমি সেই দায়িত্বটা নিতে চাই।’

‘অনুপ্রবেশ’ ছবির কাজ শুরু হবে আগস্ট মাসের শেষ দিকে।

সমরেশ মজুমদার