চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংস্কারের অভাবে বিলুপ্ত হচ্ছে দিনাজপুরের রাজবাড়ী

অযত্ন আর অবহেলায় হারিয়ে যাচ্ছে দিনাজপুরের ৪’শ বছরের পুরনো রাজবাড়ী। অবৈধ দখলদার ও ভূমি দস্যূদের দখলে চুরি হয়ে গেছে রাজবাড়ী’র অধিকাংশ মূল্যবান সম্পদ ও জায়গা-জমি।

রাজবাড়ী প্রবেশদ্বারে স্বাগত জানাতে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে সিংহ ও প্রথম প্রবেশ দ্বারের গোলা-কামান হারিয়ে গেছে। দিনাজপুর শহর থেকে ৩ কিলো মিটার উত্তর-পূর্বে এই রাজবাড়ি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান হলেও সংস্কারের অভাবে রাজবাড়ীটি তার ঐতিহ্য হারাতে বসেছে।

রাজদেবোত্তর এস্টেটের সার্বিক দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক। রাজবাড়ীর বেদখল হওয়া সম্পদ উদ্ধার ও সংরক্ষণের তৎপরতার কথা জানিয়েছেন তিনি।

১৯৪৭ সালে দেশ বিভাগের পর দিনাজপুর রাজবংশের অবসান হয়। পরিত্যক্ত হয় রাজবাড়ীটি। দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করতে রাজবাড়ীকে পর্যটনের আওতায় নিয়ে আসার দাবী এলাকাবাসীর।