চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংসদ সদস্যের গাড়ির সামনে শুয়ে চালকদের দাবি

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ  ব্যাটারি চালিত রিক্সা চালুর দাবিতে সংসদ সদস্যের গাড়ির সামনে শুয়ে পড়লো ব্যাটারি চালিত রিক্সা চালকরা। পৌর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলতে দেবার দাবিতে তাদের এ কর্মসুচি বলে জানিয়েছেন চালকরা।

মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস একটি অনুষ্ঠানে যাওয়ার পথে সুপার মার্কেট এলাকায় চালকরা তার গাড়ির সামনে এসে শুয়ে পড়ে। সকাল পৌনে ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত তারা এ অবস্থান করে। পরে সংসদ সদস্যের আশ্বাসে তারা অবস্থান সরিয়ে নেয়।

চালক দেলোয়ার হোসেন বলেন, ‘ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে আমরা সবাই পরিবার চালাই। এমতাবস্থায় যদি না চালাতে দেওয়া হয় তাহলে আমরা পরিবার নিয়ে রাস্তায় বসে যাবো। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারবে না। আমরা মানববন্ধন, অনশনসহ নানাভাবে আমাদের দাবি বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছি। তার অংশ হিসাবে আজ সকালে সুপার মার্কেট এলাকায় এমপি’র গাড়ির সামনে আমরা সবাই শুয়ে পড়ি এবং অবস্থান নেই। তিনি আমাদের সবাইকে আশ্বাস দিয়েছেন।’

জেলা প্রশাসন ও পৌরসভার নির্দিশে পৌর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দাওয়া হয়।