চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শ্রীজাতর বিরুদ্ধে এজাহার

১৯ মার্চ রাত আটটা ২৫ মিনিটে ফেসবুকে ‘অভিশাপ’ নামে একটি কবিতা পোস্ট করেন ভারতের পশ্চিমবঙ্গের এ সময়ের অন্যতম জনপ্রিয় কবি শ্রীজাত। এই কবিতায় তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন—এমন অভিযোগ এনে অর্ণব সরকার নামে এক ব্যক্তি সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এজাহার (এফআইআর) দায়ের করেছেন। তিনি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকার বাসিন্দা এবং ‘হিন্দু সংহতি’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের সদস্য।

উত্তরপ্রদেশ বিধানসভার ভোটের ফল এবং তারপর যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর কবিতাটি লিখেছেন শ্রীজাত।

এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে শ্রীজাত বলেন, ‘ঘটনাটি দু্র্ভাগ্যজনক এবং হাস্যকর। আমার প্রতিবাদের ভাষা কবিতা। সেই কারণে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি।’

শ্রীজাত জানান, ভারতবর্ষের সার্বভৌমত্বের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। সবার গণতান্ত্রিকভাবে মত প্রকাশের অধিকার আছে বলে তিনি মনে করেন। ইন্ডিয়া টাইমস।

ফিসবুকে পোস্ট করা শ্রীজাতর ‘অভিশাপ’ কবিতাটি