চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শেরপুরে বিদ্যুৎ সমস্যার কারণে বোরো আবাদ ব্যাহত

শেরপুর থেকে হাকিম বাবুল :  শেরপুরে বোরো মৌসুমের শুরুতেই ঘন ঘন লোডশেডিং এর কারণে সেচ সংকটে পড়েছেন কৃষক। সেচ দিতে না পারায় ধান ক্ষেত শুকিয়ে মরে যাচ্ছে বোরো চারা। এ অবস্থায় বোরো ফলন নিয়ে সংশয়ে পড়েছেন কৃষক।

শেরপুরে বোরো মৌসুমের সঙ্গেই পাল্লা দিয়ে শুরু হয়েছে পল্লীবিদ্যুতের লোডশেডিং। দিনরাতের প্রায় পুরোই সময়ই চলে লোড শেডিং। কৃষক বলছেন, যেটুকু সময় বিদ্যুৎ পাওয়া যায়, সেচের জন্য তা মোটেও পর্যাপ্ত নয়। কৃষকরা জানিয়েছেন, সেচ দিতে না পারা ফসলের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা বলছেন, লোডশেডিং এর কারণে আবাদযোগ্য অনেক জমি পতিত পড়ে আছে।

নালিতাবাড়ি উপজেলায় এবার ১৯ হাজার আটশ’ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। পল্লী বিদ্যুতের সেচ নির্ভর জমির আয়তন ছয় হাজার আটশ’ হেক্টর। এর মধ্যে প্রায় আটশ’ হেক্টর জমি রয়েছে পুরোপুরি সেচশূন্য।
শেরপুরের নালিতাবাড়ির কৃষি কর্মকর্তা শরীফ ইকবাল বলেন, কৃষকের এ সমস্যা বেশিদিন থাকবে না। অল্প কিছুদিনের মধ্যেই এ সমস্যা দূর হয়ে যাবে।