চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিশু নাট্যোৎসবে ‘মানুষ’ থেকে ‘সেলফিকাণ্ড’

শিশু-কিশোর সংগঠন ‘বাতিঘর’ আয়োজন করছে শিশু নাট্যোৎসব। সেখানে বাতিঘরের শিশুদের পরিবেশনায় মঞ্চস্থ হবে ছয়টি নাটক।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শিশু একাডেমির মঞ্চে উৎসবে উপস্থিত থাকবেন অভিনেতা আফজাল হোসেন, কথাসাহিত্যিক আনিসুল হক, জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, সাংবাদিক তুষার আব্দুল্লাহ, নাট্যকার বৃন্দাবন দাস, অভিনয়শিল্পী শাহনাজ খুশি, অলোক বসু, তপন বাগচী, মুনিরুজ্জামান প্রমুখ।

বাতিঘর নাচ-গান-নাটক-চিত্রাঙ্গনসহ ছয়টি বিষয়ে চর্চা করে থাকে। সেই ছয় বিষয় থেকে প্রতিবছর একটি নিয়ে উৎসবের আয়োজন করে। এবারের আয়োজন নাট্যোৎসব। প্রথম দু বছর চিত্রাঙ্কন উৎসব হয়েছে।

নাট্যোৎসবে ১০টি ব্যাচের শিশুরা ছয়টি নাটক পরিবেশন করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আয়োজনের শুরুতে সন্ধ্যা ছয়টায় কাজী নজরুল ইসলামের ‘মানুষ ‘ কবিতা অবলম্বনে নাটক পরিবেশন করবে লালমাটিয়া বাতিঘর আনন্দ সবুজ দল। এরপর উত্তরার ইচ্ছে দল পরিবেশন করবে ‘বাপুরাম সাপুরে’। ‘নাক কাটা রাজা ও টুনটুনি’ পরিবেশন করবে মিরপুরের আনন্দ লাল ও সবুজ দল।

পালাক্রমে ‘কুঁজো বুড়ি’ (আনন্দ লাল বিকেল দল, লালমাটিয়া),  ‘হাট্টিমা টিম টিম’ (ইচ্ছে বিকেল, লালমাটিয়া), ‘বীরপুরুষ’ (আনন্দ লাল, উত্তরা), ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে’ (ইচ্ছে দল, মিরপুর), ‘সুখি মানুষ’ (আনন্দ লাল সকাল, লালমাটিয়া), ‘কাঠবিড়ালি’ (ইচ্ছে সকাল, লালমাটিয়া), সেলফিকাণ্ড (আনন্দ সবুজ, উত্তরা) পরিবেশিত হবে।