চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘শিক্ষায় সরকারের আন্তরিকতা বাজেটে প্রমাণিত’

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তৃণমূলের বাজেট ভাবনা প্রতিফলিত হয়েছে। শিক্ষায় সরকারের আন্তরিকতা আবারো প্রমাণিত হয়েছে, এমন মন্তব্য করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে গণমানুষের দাবির প্রতিফলন হয়েছে।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে শিক্ষায় বরাদ্দ বেড়েছে। শিক্ষক প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ল্যাবরেটরি ও গবেষণা খাতেও রাখা হয়েছে বরাদ্দ।

মাঠ পর্যায়ে শিক্ষা সংশ্লিষ্টদের নিয়ে গত ৩ বছর ধরে বাজেটের আগে প্রাক বাজেট আলোচনা করে আসছে চ্যানেল আই। এই কার্যক্রমে সহায়তা করছে গণসাক্ষরতা অভিযান।

অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, প্রাক-বাজেট আলোচনায় উঠে আসা মতামতকে গুরুত্ব দিয়েছে সরকার।

তিনি বলেন, শিক্ষায় বাজেট বাড়লেও ব্যয়ও বেড়েছে অনেক।

ভবিষ্যতে দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা খাতের বাজেটে আলাদা বরাদ্দ রাখার সুপারিশ করেন শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা রাশেদা কে চৌধুরী।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে: