চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শনিবার থেকে আমির খানের ‘তুফান আলায়া’

‘সত্যমেভ জয়তু’র পর আবার ছোট পর্দায় কাজ করছেন আমির খান। তার এবারের অনুষ্ঠান ‘তুফান আলায়া’। হিন্দি নয়, ‘তুফান আলায়া’ মারাঠি ভাষার। আগামীকাল শ​নিবার থেকে অনুষ্ঠানটি দেখা যাবে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মারাঠা ভাষার কয়েকটি টিভি চ্যানেলে।

জানা গেছে, মহারাষ্ট্রের পানি সঙ্কট মোকাবেলায় তৈরি হয়েছে অনুষ্ঠানটি। গত বৃহস্পতিবার দুপুরে টুইটারে অনুষ্ঠানটির ট্রেলার প্রকাশ করেন আমির খান। টুইটারে তিনি লিখেছেন, ‘মারাঠি চ্যানেলগুলোর জন্য বড় একটি কাজ করছি। দেখুন তার ট্রেলার।’

অনুষ্ঠানে আমির খানের সঙ্গে থাকছেন জীতেন্দ্র জোশি। আরও থাকছেন মারাঠি তারকারা। তিনটি দল—‘বিদর্ভ যোদ্ধা’য় আছেন ভরত গণেশপুর ও অনিতা দাতে, ‘মারাঠাওয়াড়া বীর’-এ গিরীশ কুলকার্নি ও প্রতীক্ষা লোঙ্কার এবং ‘পশ্চিম মহারাষ্ট্র মার্ভেল’ দলে সুনীল বর্ভে ও সাই তমহঙ্কর।

মহারাষ্ট্রকে খরা-মুক্ত করার জন্য কাজ করছে আমির খানের ‘পানি ফাউন্ডেশন’। ভারতের পানি সঙ্কট নিয়ে কাজ করছে এই সংস্থা।

আমির খান মহারাষ্ট্রকে পাঁচ বছরের মধ্যে খরা-মুক্ত করার শপথ নেন গত বছর। তখন এই প্রকল্পের আওতায় রাজ্যের ৩টি তালুকে সাফল্য পেয়েছে পানি ফাউন্ডেশনের উদ্যোগ। এ বছর ৩০টি তালুককে যুক্ত করা হয়েছে। পাঁচ বছরের মধ্যে এই রাজ্যের ৩৬ জেলার ৩৫৮টি তালুক খরামুক্ত করার চেষ্টা করবে সংস্থাটি।

আমির খান বলেন, ‘মহারাষ্ট্রকে পুরোপুরি খরা-মুক্ত করা আমাদের লক্ষ্য।’ টাইমস অব ইন্ডিয়া।

‘তুফান আলায়া’ গানের দৃশ্যে আমির খান