চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সফর বাতিল করেছে লিনকিন পার্ক

২৭ জুলাই আমেরিকার ম্যাসাচুসেটসের ম্যানসফিল্ডে নতুন অ্যালবামের প্রচারণা এবং সংগীত পরিবেশন করতে যাওয়ার কথা ছিল লিনকিন পার্ক এর। কিন্তু চেস্টার বেনিংটনের আত্মহত্যার কারণে সেই সফর বাতিল করেছে তারা।

ট্যুর ব্যবস্থাপক জানিয়েছেন, ‘চেস্টার বেনিংটনের আকস্মিক প্রয়াণে আমরা ভেঙে পড়েছি। লিনকিন পার্কের ‘ওয়ান মোর লাইট নর্থ আমেরিকান ট্যুর’ বাতিল করেছি এবং টিকেটের অর্থ রিফান্ড করেছি।’

২০ জুলাই লিনকিন পার্ক-এর গায়ক চেস্টার বেনিংটন আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় সকাল ৯টায় লস অ্যাঞ্জেলসের ফ্লাটে ঝুলন্ত অবস্থায় বেনিংটনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সময় কোনো সুইসাইড নোট রেখে যাননি ৪১ বছর বয়সী এই তারকা।

১৯৭৬ সালের ২০ মার্চ অ্যারিজোনায় জন্মগ্রহণ করেন চেস্টার বেনিংটন। ছোটবেলা থেকেই নিজেকে গানের জগতে সম্পৃক্ত করেন চেস্টার। তবে তার শৈশবটা মোটেও সুখের ছিল না। ছোটবেলায় যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি। এছাড়া মা-বাবার বিচ্ছেদের পর মাত্র ১১ বছর বয়স থেকেই তিনি নেশায় আসক্ত হয়ে পড়েন। এমনকি তিনি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।