চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লিটন হত্যার পরিকল্পনায় সুন্দরগঞ্জের সাবেক এমপি

ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি: সুন্দরগঞ্জের সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল কাদের খান এক বছর ধরে এমপি লিটন হত্যার পরিকল্পনা করছিলেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ। বুধবার তাকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন গাইবান্ধার আদালত।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার অভিযাগে সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল কাদের খানকে মঙ্গলবার বগুড়া থেকে গ্রেফতারের পর গাইবান্ধার পুলিশ সুপারের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের লিটন হত্যায় কাদের খানের জড়িত থাকার কথা জানান রংপুর রেঞ্জের ডিইজি খন্দকার গোলাম ফারুক। তিনি জানান, হত্যার উদ্দেশ্যে ছিনতাইকারী একটি গ্রুপকে ৬ মাসের প্রশিক্ষণ দেন কাদের।

সংবাদ সম্মেলনে গোলাম ফারুক জানান, কাদের খান সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারীকেও হত্যার পরিকল্পনা করে আসছিলেন।

কাদের খানকে গ্রেফতারের ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে নিহতের পরিবার।

এর আগে মঙ্গলবার মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার কর্নেল (অবসরপ্রাপ্ত) ডা. আবদুল কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, তার বাসার তত্ত্বাবধায়ক শাহিন মিয়া এবং মেহেদী পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ওই তিন ব্যক্তি লিটন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে। তাই ১৬৪ ধারায় জবানবন্দী নেয়ার জন্য তাদেরকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুবের আদালতে পাঠানো হয়।

আদালত তাদের জবানবন্দী নিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ কড়া নিরাপত্তায় রাত পৌনে নয়টায় তাদেরকে জেলা কারাগারে নিয়ে যায়।

গত বৃহস্পতিবার আবদুল হান্নান ও শাহিনকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। আর সম্প্রতি ঢাকা থেকে মেহেদিকে গ্রেফতার করে পুলিশ।