চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

লাস ভেগাসে জীবন বাঁচালো আইফোন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলার সময় আইফোনে গুলি আটকে রক্ষা পেয়েছে এক নারীর প্রাণ। গত রোববার লাস ভেগাসে একটি কনসার্টে এই ঘটনা ঘটে। কনসার্টে বন্দুকধারীর গুলিতে এখনও পর্যন্ত ৫৯ জন নিহত হয়েছে।

এই ঘটনার পর গুলিতে ঝাঁজরা হয়ে যাওয়া ‘রোজ গোল্ড আইফোন’-এর একটি ছবি প্রকাশ করেছেন একজন ট্যাক্সিচালক। তাতে দেখা যায়, ফোনটির পেছনের দিকে নিচের অংশে গুলি লেগেছিল। তবে বেঁচে যাওয়া নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

‘রুট ৯১ হারভেস্ট’ নামের এই সঙ্গীত উৎসবে প্রায় ২২ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। উৎসব চলাকালীন সময়েই পাশের একটি হোটেলের ৩২ তলা থেকে নির্বিচারে গুলি ছোঁড়েন স্টিফেন প্যাডক নামের একজন বন্দুকধারী।

ভয়াবহ এই হামলায় হতাহত ও তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্রের পাশে থাকার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’সহ বিশ্ব নেতারা।

নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে ইতোমধ্যে শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এছাড়া কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় ফ্রান্সের আইফেল টাওয়ারও।