চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লাকী আখান্দকে নিয়ে অঞ্জন দত্তের গান

১৯৯৮ সালের এপ্রিল মাস। আমি প্রথম বাংলাদেশ যাই। গান গাইতে। ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে আমাদের শো। প্রথমবার ঢাকা, হলভর্তি শ্রোতা। দারুণ লাগছে! হঠাৎ​ শোয়ের মাঝামাঝি আমাদের জলসার উদ্যোক্তা নীমা রহমান আমায় জানান, হলে একজন শিল্পী উপস্থিত, যিনি একসময় খুবই জনপ্রিয় ছিলেন।

তাকে আমি চিনিনা, তার গানও কখনো শুনিনি। কিন্তু একেবারেই নিছক আসর জমানোর উদ্দেশ্যে হঠাৎ​ তাকে মঞ্চে আসতে আহ্বান করলাম। তিনিও দিব্যি উঠে এলেন। আমার সঙ্গে গানবাজনা করতে শুরু করে দিলেন।

তাকে তখন জিজ্ঞেস করেছিলাম, আমার কোন গানটা গাইব বলুন তো? তিনি বলেছিলেন, আমার গান তিনি আদৌ শোনে​ননি।

দিব্যি গান গাওয়া হলো। আসর জমে গেল। বহু বছর যে শিল্পী গান গাওয়া বন্ধ করে চুপ মেরে বসেছিলেন, হঠাৎ​ আবার গান গেয়ে উঠলেন। তারপর তার সঙ্গে তেমন ভাবে আর যোগাযোগ হয়নি।

কিন্তু যে কারণে এসব কথাগুলো বলছি, তা হলো জীবনে খুব কমই আমি অন্য কোনো শিল্পীর সঙ্গে গান গাইতে গিয়ে এতটা এনজয় করেছি। তাই ভাবলাম, গল্পটা আপনাদের বলি।

দুজনে থাকে দুটো দেশে

দুজনেই গান বেঁচে খায়

গানে গানে কোনো এক মঞ্চে

হঠাৎ​ দেখা হয়ে যায়।

একজন বাজায় গিটার

একজন কি-বোর্ড

একজন গান গেয়ে চলে

আর একজন দেয় সঙ্গত

মিলে মিশে একাকার

হয়ে যায় গান।

সেদিনের সেই জলসায়

একাকার হয়ে যায় ঠিকানা

কলকাতা কিংবা ঢাকায়

এটা খুঁজে পাওয়ার গল্প!

(লাকী আখান্দকে নিয়ে অঞ্জন দত্তের গানের প্রথম কয়েকটি লাইন)

লাকী আখান্দকে নিয়ে অঞ্জন দত্তের গান :