চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লরির পেছনে ছোটা এক গরুর মাতৃত্ব

ভারতের কর্নাট রাজ্যে ঘটে গেলো এক অবিশ্বাস্য ঘটনা। আহত একটি বাছুরকে ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যেতে দেখে লরির পিছু পিছু ছুটলো সেই বাছুরের মা।

একটা গরুর মাতৃত্বের এমন বহিঃপ্রকাশ ঘটে উত্তর কর্ণাটকের হাভেরির জয়প্রকাশ নারায়ণ চকের কাছে।

গত ৫ জানুয়ারি দুই মাস বয়সী বাছুরটি ধনুষ্টংকার রোগে আক্রান্ত হওয়ায় মালিক ওই বাছুরটিকে কাছের ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাচ্ছিল । তবে দুই মাসের ছোট্ট বাছুরের যন্ত্রণা সহ্য করতে পারেনি তার মা।

হাসপাতালের প্রায় আধাকিলোমিটার রাস্তা লরির পিছু পিছু দৌড়ে ছুটে যায় মা গরুটি। একটি ভিডিওতে দেখা যায়, বাছুরের প্রতি গরুর ভালোবাসা অকৃত্রিম বহিঃপ্রকাশ।

চিকিৎসার পর বাছুরটি এখন সুস্থ আছে। কর্নাটের হাভেরির ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসক এইচ ডি সুনাকী জানিয়েছে, তিনদিন হাসপাতালে থাকার পর বাছুরটি এখন বেশ সুস্থ।

‘তার মায়ের ওভাবে ছুটে আসার ভিডিওটি দেখে মনে হয় সন্তানদের প্রতি প্রাণীদেরও মমতা কম নয়।