চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লন্ডনে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা ও শোক

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনার নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ঘটনায় তিনি যুক্তরাজ্যের প্রতি সহমর্মিতা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গিকার ব্যক্ত করেছেন।

ব্রিটিশ পার্লামেন্ট ভবনের কাছে ছুরিকাঘাত ও ওয়েস্টমিনস্টার ব্রিজে গাড়ি চাপা দিয়ে হামলায় পুলিশসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে।

হামলার শুরুটা লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে। শহরের ব্যস্ততম ব্রিজটিতে সাধারণ মানুষের ওপর গাড়ি তুলে দেয় হামলাকারী। হতাহতরা রাস্তায় পড়ে থাকার মাঝেই ব্রিজ থেকে নেমে মোড় ঘুরে পার্লামেন্ট ভবনের দিকে যায় গাড়িটি।

পার্লামেন্ট গেটের নিরস্ত্র পুলিশ সদস্যরা তাকে থামাতে গেলে হামলাকারী গাড়ি থেকে নেমে তাদের ছুরিকাঘাত করে। পরে অস্ত্রধারী পার্লামেন্ট ভবনের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হয়।

হামলার পরপরই পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। ভেতরে আটকে পড়া এমপি ও দর্শনার্থীদের নিরাপদে বের করে আনে পুলিশ। এই হামলাকে ‘সন্ত্রাসী ঘটনা’ বলছে স্কটল্যান্ড ইয়ার্ড।

এ হামলাকে ‘বিকৃত মানসিকতা’ হিসেবে আখ্যায়িত করে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, সন্ত্রাসবাদের কাছে ব্রিটেন মাথা নত করবে না।

এছাড়া লন্ডন হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে লন্ডন পুলিশের সাহসিকতার প্রশংসা করেছেন। অন্যদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেকোনো লড়াইয়ে ব্রিটেনের পাশে থাকা প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি।