চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

র‌্যাঙ্কিংয়ে এগোলেন মাশরাফি-তামিম

প্রথমবারের মত আইসিসির কোন টুর্নামেন্টের সেমিফাইনালে খেলায় তামিম ইকবালের তিনশর কাছাকাছি রান অবদান রেখেছে। র‌্যাঙ্কিংয়েও সেটির ছাপ থাকল। এক ধাপ এগিয়েছে তিনি। আর বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিন ধাপ।

সোমবার আইসিসি প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী তামিম এখন ১৬তম স্থানে। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি। দলকে সেমিতে তোলার পথে ৪ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৭৩.২৫ গড়ে ২৯৩ রান তুলেছেন। টাইগার বাঁহাতির সর্বোচ্চ সংগ্রহ ১২৮ রান। দুই ফিফটির একটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রানের। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগোনো মাশরাফি আছেন ১৫তম স্থানে। তবে পিছিয়েছেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনার ১৯তম স্থানে আছেন। যদিও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি এখনো তারই দখলে।

চ্যাম্পিয়ন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম পাঁচে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের সেরা দশে ঢুকেছেন ভারতের রোহিত শর্মা। আর ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হওয়া পাক পেসার হাসান আলি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭-এ পৌঁছেছেন।