চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে না পারলে যে সমস্যায় পড়তে হবে

রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে দিতে না পারলে দেশিয় ও আন্তর্জাতিক নতুন নতুন সংকট সৃষ্টির আশঙ্কা করছে নাগরিক সমাজ। তারা মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে আরও চাপ প্রয়োগ করে রাজনৈতিকভাবে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে।

বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে তারা।

মিয়ানমার সামরিক অভিযান বন্ধের দাবি করলেও সীমান্তের ওপারে রোহিঙ্গাদের বাড়ি-ঘরে আগুন ও নির্যাতন বন্ধ হয়নি। নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে নাগরিক সমাজ।

তারা মনে করেন, মিয়ানমারে বিপুল খনিজ সম্পদসহ ভূ-রাজনৈতিক কারণে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পুরো সমর্থন আদায়ে বাংলাদেশকে বেগ পেতে হচ্ছে। রোহিঙ্গাদের নিরাপত্তা ও ত্রাণ ব্যবস্থাপনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে দেশের ভেতরে যে কোনো উস্কানির বিষয়ে সতর্ক থাকারও আহ্বান তাদের।

চীন, ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে, এ পর্যন্ত বাংলাদেশে আসা ৮ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানায় নাগরিক সমাজ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: