চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গা ঠেকাতে জলসীমায় কড়া প্রহরায় জেলেদের দুর্দিন

মিয়ানমারে সহিংসতার পর বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এবং জলসীমায় কড়া নজরদারিতে নাফ নদী আর সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। নিরাপত্তার কারণে সাগরে যেতে না পারায় সাগর পাড়ের জেলেদের দুর্দিন চলছে।

৯ অক্টোবর মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু এলাকার উত্তরাংশে সহিংসতার পর অনেক রোহিঙ্গা রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে বাংলাদেশে। অনুপ্রবেশ ঠেকাতে দু’দেশের সীমান্তে রয়েছে কড়া পাহারা। নাফ নদী ও সাগরও রয়েছে কড়া নজরদারীতে। এ অবস্থায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা।

কয়েকজন জেলে জানান, তারা মাছ ধরতে যেতে পারছেন না। আর মাছ ধরতে না পারলে সন্তানদের কিভাবে পালবেন বলেও প্রশ্ন তাদের।

সাগরে গেলেও অপহরণের শঙ্কা। চলতি মাসেই মিয়ানমার সীমান্ত রক্ষীরা ১২ জেলেকে অপহরন করেছে বলে অভিযোগ আছে। অপহৃতদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বিজিবি।

বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বলেন, আমরা উদ্বেগ ব্যক্ত করেছি।  আমরা তাদের (অপহৃত ১২ জেলে) ছবি-ঠিকানাসহ তাদের (মিয়ানমার সীমান্ত রক্ষী) দিয়েছি, যাতে এদের ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।  আমরা তাদের (অপহৃত ১২ জেলে) বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি মাছ ধরার জন্য নাফ নদী আর সাগর নিরাপদ করার দাবি সাগর পাড়ের জেলেদের।