চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোববার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার। শুক্রবার শুরু হওয়া বিশ্ব ইজতেমায় দু’দিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান চলছে।

এ পর্বে শীতের তীব্রতা কিছুটা কম হলেও ইজতেমা মাঠের চারপাশে ধুলার ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। তারপরও যে যার অবস্থানে থেকে আল্লাহর কাছে রহমত কামনা করেছেন। সকালে ফজরের নামাজের পর বয়ান শুরু হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রায় সকল জনবল ইজতেমার ক’দিন মুসল্লিদের খেদমতে কাজ করছেন। দেখভাল করছেন তাদের সুযোগ সুবিধা। এর মধ্যেই রেওয়াজ অনুযায়ী আসরের নামাজের পর ইজতেমা মাঠে যৌতুকবিহীন শতাধিক বিয়ে পড়ানো হবে।

আখেরি মোনাজাতের জন্য রোববার ভোর থেকে ঢাকা থেকে টঙ্গীমুখি সকল যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে পুলিশ। ইজতেমার ক’দিন টঙ্গী থেকে সব রুটে বিশেষ বাস ও ট্রেন চালু আছে।

আখেরি মোনাজাতের জন্য রোববার বাস এবং ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। রয়েছে র‌্যাবের বাস সার্ভিসও। ১ম পর্বের মতো এ পর্বে আখেরী মোনাজাতও বিশ্ব ইজতেমা ময়দান থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।