চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোনালদো, নেইমারের এল ক্লাসিকো খেলা নিয়ে শঙ্কা

স্প্যানিশ লা লিগার ‘মহাযুদ্ধ’ এল ক্লাসিকোতে দুই দলের অন্যতম দুই প্রধান অস্ত্র রোনালদো এবং নেইমারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

মালাগার বিপক্ষে ০-২ গোলে হেরে যাওয়া ম্যাচে রেফারিকে ব্যঙ্গ করে বিপাকে আছেন বার্সা তারকা।

স্প্যানিশ লিগের নিয়মানুযায়ী কোন খেলোয়াড় রেফারিকে অপমানজনক অঙ্গভঙ্গি করলে একাধিক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়।

দুই হলুদ কার্ড দেখায় এমনিতে সামনের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। এরপর অঙ্গভঙ্গি বিষয়ক নিষেধাজ্ঞা পেলে থাকতে পারবেন না ২৩ এপ্রিলের এল ক্লাসিকোতে।

রোনালদো হুমকিতে আছেন চারটি হলুদ কার্ড পেয়ে। এল ক্লাসিকোর আগে তারা মাঠে নামবে স্পোর্টিংয়ের বিপক্ষে। ১৫ এপ্রিল। এই ম্যাচে একটি হলুদ কার্ড দেখলেই বার্সার বিপক্ষে খেলতে পারবেন না। রিয়ালের কোচ জিদানও বিষয়টি নিয়ে চিন্তায় আছেন। জানিয়েছেন, স্পোর্টিংয়ের বিপক্ষে রোনালদোকে সাবধানে থাকতে বলবেন। এমনকি নাও খেলাতে পারেন।

লা লিগায় মালাগার বিপক্ষে ০-২ গোলে হারায় পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানেই আছে বার্সা। ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।