চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র প্রণয়নকারী এরা কারা?

গত বুধবার অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ৪১ নম্বর প্রশ্নে বলা হয়েছে, ‘মুসলমান রোহিঙ্গাদের উপর মায়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধধর্মাবলম্বীরা সশস্ত্র হামলা চালায় কত তারিখে?’ ৭৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে, ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি?’ এর চারটি বিকল্প উত্তর হিসেবে লেখা রয়েছে পবিত্র কোরআন শরিফ, পবিত্র বাইবেল, পবিত্র ইঞ্জিল ও গীতা। গীতার আগে ‘পবিত্র’ লেখা নেই।  উত্তরের বিকল্পগুলোর মধ্যে যদি চারটি ধর্মগ্রন্থের নাম দেয়া থাকে, তাহলে পরীক্ষার্থীরা এর সঠিক উত্তর কী দেবেন? চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় এমন প্রশ্নে পরীক্ষা নেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাম্প্রদায়িক চিন্তার প্রতিফলন ঘটিয়েছে। আর এই দুইটি প্রশ্নের সঙ্গে চারুকলার কী সম্পর্ক  সেটি একটি বড় প্রশ্ন। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে বিতর্কের ঝড়। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে প্রশ্ন প্রণয়নকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে শিক্ষকদের মান নিয়ে যারা এই প্রশ্নপত্র তৈরিতে যুক্ত ছিলেন। এ রকম সাম্প্রদায়িক একটি প্রশ্নপত্র তৈরি করে অন্য সব ধর্মের লোকের নিকট একটি বিব্রতকর পরিস্থিতি তৈরির পাশাপাশি এটি ভর্তিচ্ছু ছাত্রদের মানসিকতা নষ্ট করার অপপ্রয়াস। এর মূলে কোন রাজনৈতিক কারণ আছে কিনা তা দ্রুত খতিয়ে দেখা উচিৎ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিৎ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে উদ্দেশ্যমূলক প্রশ্ন তৈরিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন প্রকার ভুল স্বীকার না করে বরং এই প্রশ্নপত্রের পক্ষে সাফাই গাইছে, যা আরো মারাত্মক অপরাধের সামিল। চারুকলার ডিন বলছেন, ‘এটাকে ভুল বলা যাবে না। শিল্পকলার ঐতিহ্য ধর্মীয় চেতনা থেকে।’ তার এই বক্তব্য ব্যক্তিবিশেষের হতে পারে কিন্তু কোন শিক্ষা প্রতিষ্ঠানের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট এটি আশা করা যায় না। এই ধরণের সাম্প্রদায়িক মানসিকতা আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার জন্য গুরুতর অশনি সংকেত। আমরা কি তবে ধীরে ধীরে শিক্ষাসহ সকল সামাজিক ক্ষেত্রে ক্রমশ সাম্প্রদায়িক হয়ে উঠছি? এই প্রশ্নপত্র প্রণয়ণকারী কারা? তারা শিক্ষক হলে তাদের নিজস্ব রাজনৈতিক আর্দশ কী একটি বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার সঙ্গে যায়?