চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজশাহীতে বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচজন নিহত

নওগাঁ প্রতিনিধি :

রাজশাহীর নওগাঁর সদর উপজেলা, আত্রাই ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার ফতেপুর গ্রামের আফজাল হোসেন (৫৫),  দুবলহাটি ইউনিয়নের সরিজপুর গ্রামের রফিকুল ইসলাম (২৯), মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের বিরমগ্রামের আরাফাত হোসেন (৮), রাজশাহী জেলার বাঘা উপজেলার খয়েরহাট বাজার গ্রামের মো. রতন ইসলাম (২০) ও আত্রাই উপজেলার বিসা ইউনিয়নের দর্শনগ্রামের মিলন ইসলাম (২২) ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আড়াইটার দিকে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় নিহত হন কৃষক আফজাল হোসেন, রফিকুল ইসলাম।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে বৃষ্টির সময় স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন বিরমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরাফাত হোসেন। এ সময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়। আরাফাত উপজেলার রাইগা ইউনিয়নের বিরমগ্রামের আসাদুল ইসলামের ছেলে।

এদিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা আত্রাই উপজেলা দুই ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।