চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজশাহীতে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ আয়োজনের অডিশন

রাজশাহী বিভাগে বাছাইয়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ অনুষ্ঠানের বাছাই কার্যক্রম। এ বিভাগে যারা নাম নিবন্ধন করেছেন, তাদের আগামীকাল (২৪ মার্চ, শুক্রবার) সকাল ৯ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন আয়োজকরা।

এছাড়া আগামী ৩১ মার্চ শুক্রবার রংপুর বিভাগের বাছাই অনুষ্ঠিত হবে রংপুর জিলা স্কুল মাঠে।

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ভাষা, বানান ও বাংলা ব্যবহার ছড়িয়ে দিতে আসছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। মেধাভিত্তিক এই অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী চ্যানেল আই।

প্রতিযোগীদের শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের ওপর জোর দেওয়া হবে। মূল প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে থাকছেন কথাসাহিত্যিক ও কবি আনিসুল হক, অধ্যাপক ড. সৌমিত্র শেখর, মিডিয়া ব্যক্তিত্ব সুর্বণা মুস্তাফা। পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কয়েকজন শিক্ষক ও ভাষা বিশেষজ্ঞ।