চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজশাহীতে আজ ‘গল্পলোকের চিত্রকর’

‘রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শেষ হচ্ছে আজ মঙ্গলবার। পাঁচদিনের এই উৎসব আয়োজন করেছে রাজশাহী ফিল্ম সোসাইটি। সহযোগিতা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ‘গল্পলোকের চিত্রকর’ প্রামাণ্য চলচ্চিত্রের প্রদর্শনী হবে। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জীবন নিয়ে তৈরি হয়েছে এই প্রামাণ্য চলচ্চিত্রটি।

জানা গেছে, আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সভাপতি থাকবেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি ও নির্মাতা আহসান কবীর লিটন। আরও উপস্থিত থাকবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন, চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র শিক্ষক রাজীবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ও নির্মাতা ড. সাজ্জাদ বকুল।

১৭ মার্চ রাজশাহী শহরের পদ্মাপাড়ের লালনমঞ্চে রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়।