চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজনৈতিক সংলাপ আয়োজনের দায়িত্ব ইসির নয়: আন্দালিব পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান পার্থ বলেছে, রাজনৈতিক সংকট সমাধান কিংবা রাজনৈতিক সংলাপ আয়োজনের দায়িত্ব ইসির নয়, বরং এ দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।

মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিজেপির পক্ষ থেকে এই মন্তব্য করা হয়।

উদ্দেশ্যে একটাই: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কী করে অংশগ্রহণমূলক এবং বির্তকমুক্ত করা যায়। এ পর্যন্ত ৩৭টি দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। এর আগে সকালে আলোচনায় অংশ নেয় ওয়ান ইলেভেনের সময় জন্ম  রাজনৈতিক দল বিএনএফ। সংলাপে বিএনপিকে সঙ্গে নিয়ে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বিএনএফ।

বিকেলে সংলাপে যোগ দেয় আন্দালিব রহমান পার্থর বিজেপি। ২০ দলীয় জোটের শরিক এ দল বলেছে, নির্বাচনকালীন সরকার গঠনের এখতিয়ার ইসির নেই। রাজনৈতিক সংকট সমাধানের পথ রাজনৈতিক দলগুলোকেই খুঁজতে হবে।

বুধবার বেলা ১১ টায় আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: