চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানীর মালিবাগ ও রামপুরায় তিন বছর ধরে গ্যাসের তীব্র সংকট

প্রায় তিন বছর ধরে রাজধানীর মালিবাগ ও পূর্ব রামপুরায় গ্যাস সংকট চলছে। গ্যাস ঠিক মতো না থাকায় এলাকাবাসীর প্রায়ই খাবার কিনে খেতে হয়। তিতাস গ্যাস বলছে, উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় এমন অবস্থা চলছে।

তবে মালিবাগের বাগানবাড়ি ও পূর্ব রামপুরায় দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চললেও মাস তিনেক ধরে পরিস্থিতি আরও শোচনীয়। পূর্ব রামপুরায় স্যুয়ারেজ লাইন সংস্কারের জন্য সিটি কর্পোরেশন রাস্তা খোঁড়ার কারণে গ্যাস পাইপ লাইন ফেটে যাওয়ায় অবস্থার আরো অবনতি হয়েছে।

এর ফলে প্রায় দিনই সকাল ৮টার পর গ্যাস চলে যায়, বিকেল ৩টার দিকে আসে। এসময় গ্যাসের চাপও খুব কম থাকে বলে স্থানীয়দের অভিযোগ।



স্থানীয়রা বলছেন, গ্যাস না থাকায় বিকল্প হিসেবে অনেকেই স্টোভ এবং ইলেকট্রিক চুলা ব্যবহার করেন। তবে এতে রান্নায় সময় লাগে প্রায় দ্বিগুণ। তিতাস গ্যাস বলছে, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকায় এমন অবস্থা হচ্ছে।

গ্যাস সংকট সমাধানে সরকার আরও আন্তরিক হবে সেই প্রত্যাশা নগরবাসীর।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: