চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাঙ্গামাটিতে কলার ভালো ফলন হলেও লোকসানে কৃষক

রাঙ্গামাটিতে কলার ভালো ফলন হলেও বাজারে দাম না থাকায় লোকসান গুনছেন কৃষক। তারা জানান, বেশিরভাগ কলা মধ্যস্বত্তভোগীর মাধ্যমে জেলার বাইরে চলে যাচ্ছে।

রাঙ্গামাটির ১০ উপজেলায় প্রতি বছর প্রচুর কলা চাষ হয়। এর মধ্যে বাংলা কলা ও চম্পা কলা অন্যতম। সব উপজেলার বাজারগুলোতে কলা উঠছে। কিন্তু মধ্যসত্ত্বভোগীদের কারণে কলার দাম পাচ্ছে না কৃষক।

ব্যাপারিরা জানান, খরচ বেশি হওয়ায় তারা কৃষককে ন্যায্য দাম দিতে পারছেন না। কলা পাঠানোর খরচ বেশি, পরিবহনে চাঁদাও দিতে হয়।

কৃষি বিভাগ বলছে, দুর্বল বাজার ব্যবস্থা ও ব্যবসায়ি সিন্ডিকেটের কারণে চাষি ন্যায্য দাম পাচ্ছেন না।

কৃষি বিভাগের হিসেব, চলতি বছর ১৪ হাজার ৭০ হেক্টর জমিতে তিন লাখ ২৭ হাজার একশ’ ৩০ মেট্রিক টন কলার আবাদ হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: