চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রমজানের আগে চট্টগ্রামেও বেড়েছে নিত্যপণ্যের দাম

চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রতিনিধি: রমজানকে সামনে রেখে দেশের অন্যতম পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ১৫দিনের ব্যবধানে চিনি কেজি ৫৬টাকা থেকে বেড়ে ৬৪টাকা, ছোলা ৭০টাকা থেকে বেড়ে ৮৩ টাকা, খেসারি ৬০টাকা থেকে বেড়ে ৭৫ টাকা, চায়না রসুন ১৫০ টাকা থেকে বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বাভাবিক রয়েছে পিয়াজসহ কয়েকটি পণ্যের দাম।

তবে খাতুনগঞ্জের আমদানীকারকরা ছোলার দাম বাড়ার জন্যে ডলারের দাম বেড়ে যাওয়া এবং চিনিরি দাম বাড়ার জন্য ঢাকার স্যুগার মিল মালিক সিন্ডিকেটকে দায়ী করেছেন।

এ পরিস্থিতিতে ব্যবাসায়ীদের সঙ্গে জরুরি বৈঠক করে কেজি প্রতি চিনির দাম পাইকারী ৫৮থেকে ৬০টাকা, খুচরা ৬২ থেকে ৬৩ টাকা, ছোলা পাইকারী ৭৫ টাকা এবং খুচরা ৮০টাকা নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসক।

চট্টগ্রাম জেলা প্রশাসক বলেছেন, রমজান উপলক্ষ্যে নির্ধারিত দামের চেয়ে বেশি মুনাফা করার চেষ্টাকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: