চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যে নির্বাচনে জিতলেও ক্ষতি, হারলেও ক্ষতি

আদালতের নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হওয়ার আগেই নির্বাচনের হারজিতে কার কী লাভক্ষতি, তা নিয়ে নানাজনের নানা মত ছিল। সকলের মনে ঘুরে ফিরে একটি প্রশ্নই ছিল, সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সিটি নির্বাচনে আদৌ সরকার লাভবান হবে কি না?

বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন লেখক ও সাংবাদিক মাসুদ কামাল।

সেখানে তিনি লিখেছেন,

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হয়ে গেছে আদালতের নির্দেশে। এরকম কিছু হবে বলে গত কিছুদিন ধরে অনেকেই বলাবলি করছিলেন। তাদের মতে, জাতীয় নির্বাচনের আগে আগে এমন একটা সিটি নির্বাচন সরকার কেন দেবে যেটিতে তাদের জিতলেও ক্ষতি, হারলেও ক্ষতি?

হয়তো সে কারণেই আদালতের নির্দেশের পরপরই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- বিষয়টি আদালতের, সরকারের কোন যোগসাজশ নেই।

আমরা বিশ্বাস করতে চাই, আমাদের আদালত নিজস্ব বিবেচনাতেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। এটাই তো স্বাভাবিক, এমনটাই তো হওয়া উচিত। এর মধ্যে যখন সরকারী দলের নেতা নিজে থেকেই বলেন, “সরকারের কোন যোগসাজশ নেই,” তখন আমাদের সেই বিশ্বাস কেন যেন একটু নড়েচড়ে ওঠে।

মনে পড়ে ছোটবেলার সেই গল্প: ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না!