চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ম্যানচেস্টার হামলায় নড়েচড়ে বসছে আইসিসি

ম্যানচেস্টারে বোমা হামলার পর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নারী বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসছে আইসিসি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে।

সোমবার রাতে ম্যানচেস্টারের একটি কনসার্টে বোমা হামলা হয়। এখন পর্যন্ত ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, এটি আত্মঘাতী হামলা। ২০০৫ সালের পর যুক্তরাজ্যে এত বড় হামলা হয়নি।

জুনের ১ তারিখ থেকে ওভাল, এজবাস্টন এবং কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। তার আগে দেশটিতে এত বড় হামলার ঘটনায় আইসিসি কিছুটা চিন্তি হলেও অভয় দিচ্ছে, ‘নিরাপত্তা নিয়ে ইসিবির সঙ্গে আইসিসি একযোগে কাজ করছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‘টুর্নামেন্টের নিরাপত্তা পরিচালকের সঙ্গে আমরা পরামর্শ করছি। এছাড়া ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলছে। সামনের দিনগুলোতে নিরাপত্তার বিষয়টি পুনরায় পর্যালোচনার কাজ চলবে। কৌশলগত কারণে নিরাপত্তা বিষয়ক বিস্তারিত তথ্য আমরা জানাচ্ছি না।’