চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে মনু, ধলাই ও গোপলা নদীর পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতি অপিরবর্তিত রয়েছে। নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।

গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগরে মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১০টি স্থানে ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে তিন উপজেলার শতাধিক গ্রাম পানির নীচে তলিয়ে যায়।

এখনও মনু নদীর ৬টি ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করছে। এছাড়া ধলাই নদীর নতুন এবং পুরাতন ৪ টি ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ বন্ধ রয়েছে। মনু ও ধলাই নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসন থেকে জেলার ৭টি উপজেলার জন্য ৪ মেট্রিকটন চাল ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।