চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মোস্তাফিজকে ‘যত্ন’ নিয়ে সামলাতে বললেন ‍সুজন

দুই সিরিজ পর আবার জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ফিরছেন খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কা সফরে সাবেক এই ক্রিকেটারকে দেখা যাবে ম্যানেজারের পুরনো ভূমিকায়। এই সফরেই আবার পূর্ণোদ্দমে ফিরছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। বিসিএলে দুটি রাউন্ডে খেলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া এ বাঁহাতি পেসার প্রস্তুত শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সেরাটা দেওয়ার জন্য।

খালেদ মাহমুদ মনে করেন শ্রীলঙ্কায় তিন ফরম্যাটে খেলার জন্যই প্রস্তুত আছেন মোস্তাফিজ। সঙ্গে মনে করিয়ে দিলেন যত্ন নিয়ে যেন সামলানো হয় এই বিস্ময়কর প্রতিভাকে।

বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোস্তাফিজ প্রসঙ্গে বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমার তো মনে হয় ও সব ফরম্যাটে খেলার জন্য প্রস্তুত। মাথায় রাখতে হবে মোস্তাফিজ আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ও একটা বড় ইনজুরি থেকে ফিরেছে। ওর ক্ষেত্রে ‘হ্যান্ডল উইথ কেয়ার’ বিষয়টা অনুসরণ করতে হবে। যাতে দীর্ঘদিন খেলতে পারে। আমি শুনেছি ও বিসিএলে খুব ছন্দে বল করেছে।’

মঙ্গলবার শেষ হওয়া বিসিএলের তৃতীয় রাউন্ডে দুই ইনিংস মিলে ৩১ ওভার বল করেন ফিজ। মাত্র দুটি উইকেট নিলেও ১৩ ওভার মেডেন তুলেছেন। ব্যাটসম্যানরা বাড়তি সতর্ক ছিল বলেই হয়তো প্রত্যাশামতো উইকেট পাননি মোস্তাফিজ। তবে আশার কথা, পর পর দুটি চারদিনের ম্যাচ খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। ম্যাচ শেষে বলেছেন, এখন কোনো সমস্যা নেই।

তেমন কোনো সমস্যা অবশ্য মোস্তাফিজের ছিল না। কাঁধের অস্ত্রোপচারে ৬ মাস মাঠের বাইরে থাকায় পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিলেন না। যে জন্য হায়দরাবাদে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে আগ্রহ দেখাননি এই তরুণ। বাংলাদেশ যখন বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলেছে, মোস্তাফিজ তখন ঘরোয়া ক্রিকেটে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সাধনায় থেকেছে।

মোস্তাফিজ দলে থাকা মানেই বাংলাদেশের বোলিং আক্রমণ শক্তি অনেকটা বেড়ে যাওয়া। শ্রীলঙ্কার মাটিতে এবার তাই ভালো কিছুর আশাই করতে পারে টাইগার শিবির! লঙ্কানদের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। ৭ মার্চ গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্টটি। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।