চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মোটরসাইকেল ফুটপাথে উঠলেই তাকে ধরে পুলিশে দিন

ফুটপাথে মোটরসাইকেল চললে এবং প্রাইভেটকারের চাকা তুলে দেয়া দেখলে পুলিশে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

দৃষ্টিপ্রতিবন্ধী থেকে শুরু করে সব নাগরিকের অবাধ চলাচলে ফুটপাথ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র।

‘আমরা ঢাকা’র ফেসবুক পেইজে তিনি লিখেছেন,’আগামী এক বছরের মধ্যেই উত্তরের ফুটপাথ এমনভাবে গড়া হবে যেন, অন্ধজনও সহজে চলতে পারেন। মোটরসাইকেল ফুটপাথে উঠলেই তাকে ধরে পুলিশে দিন। অনেক প্রাইভেটকার ফুটপাথে চাকা তুলে দেয়। এমন দেখলেও পুলিশে দিন। এখন থেকে আর এসব চলতে দেয়া হবে না। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।’