চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মে দিবসে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি।

বৃহস্পতিবার এ বিষয়ে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এনি সাংবাদিকদের বলেন, শ্রমিক সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কাছে আমরা আবেদন করেছিলাম। কিন্তু ডিএমপি অনুমতি দেয়নি। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে ওই দিন উদ্যান শুধু শ্রমিকদের জন্য সংরক্ষিত থাকবে। সেখানে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারবে না।

তিনি আরও বলেন, এরপরেও আমরা সমাবেশ করবো, যদি ২ অথবা ৩ তারিখে অনুমতি পাওয়া যায়। অনুষ্ঠিতব্য এই সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।

এর আগে বিকেলে সমাবেশের অনুমতি চেয়ে আবেদনপত্র জমা দিতে এনির নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সাথে দেখা করেন।