চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেহেরপুরের একমাত্র যক্ষা ক্লিনিকে নেই কোন চিকিৎসক

গত দেড় বছর ধরে চিকিৎসকহীন অবস্থায় পড়ে আছে মেহেরপুরের একমাত্র যক্ষা ক্লিনিকটি। আর এতে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন যক্ষা রোগীরা।

অচল অবস্থায় পড়ে আছে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে স্থাপিত মেহেরপুর সরকারি যক্ষা ক্লিনিকটি। চিকিৎসা না পাওয়ায় জেলায় যক্ষা রোগীর সংখ্যা বাড়ছে। ৬০ বছরের পুরানো ক্লিনিকটিতে ১৬ জন চিকিৎসক ও কর্মচারীর পদ থাকলেও আছে মাত্র ৫ জন।

গত দেড় বছর ধরে নেই কোন বিশেষজ্ঞ চিকিৎসক। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় মরিচিকা পড়ে গেছে অধিকাংশ মূল্যবান যন্ত্রপাতিতে। ক্লিনিকে ডাক্তার না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। বেশ কয়েকবার লিখিত অভিযোগ করেও কোন ফল পাননি তারা।

যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই, সরকারের এই প্রতিপাদ্য এখন মেহেরপুরের মানুষের জন্য উল্টো হয়েই আছে। দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চান এলাকাবাসী।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: