চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেরুল বাড্ডায় বিএডিসির সাবেক কর্মকর্তার ছাদকৃষি

রাজধানীর মেরুল বাড্ডায় বিএডিসির সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের রয়েছে উৎপাদনশীল ছাদকৃষি। নগরের পরিবেশ সুরক্ষাসহ আরো বেশ কিছু তাগিদ নিয়ে গত বছর থেকে তিনি যুক্ত হয়েছেন বহুমুখি লাভের এই কর্মযজ্ঞে।

ছোটবেলা থেকেই ছিল কৃষির প্রতি টান। তারপর বিএডিসিতে দীর্ঘ পেশাজীবনও কেটেছে কৃষি সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে। সব মিলিয়ে জাহাঙ্গীর আলমের চূড়ান্ত স্বপ্নের তরীটি ভেড়ে এই ছাদকৃষিতে। তাই অল্পদিনেই জমিয়ে তুলেছেন ফুল, ফল আর নানারকম শাক সবজির এই এক টুকরো কৃষিক্ষেত।

মেরুল বাড্ডার ছাদকৃষি
মেরুল বাড্ডায় জাহাঙ্গীর হোসেনের ছাদকৃষি

এই ছাদকৃষিই পূরণ করছে তার পরিবারের তরতাজা সবজি আর ফলের চাহিদার অনেকটা। সেই সঙ্গে এখানে ফলছে ২২ রকমের গোলাপ। সম্পূর্ণ বিষমুক্ত ফসল উৎপাদনের চিন্তা থেকেই অনুসরণ করা হচ্ছে শতভাগ জৈব পদ্ধতি।

তিনি মনে করছেন, নগর সুরক্ষার স্বার্থে প্রতিটি ভবনের ছাদেই গড়ে তোলা প্রয়োজন ছাদকৃষি।

এ নিয়ে বিস্তারিত দেখুন শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদনে: