চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুসলিম হিসেবে চোখের পানি ধরে রাখতে পারছি না: অনন্ত জলিল

সম্প্রতি রোহিঙ্গা ইস্যু নিয়ে চারদিকে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা করে দেবার জন্য সরকারকে ধন্যবাদ জানালেন নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল।

বৃহস্পতিবার তিনি তার ফেসবুক পেইজে দেয়া একটি স্ট্যাটাসে লিখেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর চলা অত্যাচারের ঘটনায় একজন মুসলিম হিসেবে তিনি চোখের পানি ধরে রাখতে পারছেন না। ফেসবুকে অনন্ত জলিল লিখেছেন: ‘বিসমিল্লাহির রাহমানীর রাহীম, আসসালামু আলাইকুম, একজন মুসলমান হিসেবে চোখের পানি ধরে রাখতে পারছি না মায়ানমারের মুসলমান রোহিঙ্গাদের উপর অত্যাচারের জন্য। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ভিডিও চিত্রগুলো দেখছি এতে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে এই দোয়া করি যেন মহান আল্লাহতায়ালা এই অত্যাচারীদের হাত থেকে রোহিঙ্গাদের রক্ষা করেন। সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরকারকে এই নির্যাতিতদের আমাদের দেশে জায়গা করে দেবার জন্য। নিশ্চই আল্লাহতায়ালা এর জন্য উত্তম ফল দিবেন। আমীন”

অনন্ত জলিলের ফেসবুক পেইজ থেকে নেওয়া