চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুশফিককে টপকে শীর্ষে মাহমুদউল্লাহ

একই মৌসুমে দুজন ছুঁয়েছিলেন হাজার রানের মাইলফলক। প্রথম মুশফিক, পরে মাহমুদউল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম ধরে রেখে মুশফিককে টপকে গেলেন মাহমুদউল্লাহ। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন খুলনা টাইটানসের অধিনায়ক।

৫৩ ম্যাচে ১২৯২ রান নিয়ে শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৬ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংসের সুবাদে মুশফিককে ছাড়িয়ে গেছেন মাহমুদউল্লাহ। ৫৮ ম্যাচ খেলে তার রান ১৩৩৬। এভিন ‍লুইসকে টপকে চলতি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক খুলনার এই অলরাউন্ডার।

৭ ম্যাচে দুই ফিফটিতে ঢাকা ডায়নামাইটের ওপেনার লুইসের রান ২৩৯। মাহমুদউল্লাহর ২৪৮। সমান ম্যাচ খেলে র্শীষে থাকা ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা করেছেন ২৭৮ রান। মাহমুদউল্লাহদের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলেছেন রংপুর রাইডার্সের এই ক্রিকেটারও।

পাঁচ বিদেশির ভিড়ে স্থানীয় ক্রিকেটাররা যখন নিজেদের প্রমানের সুযোগ পাচ্ছেন না তখন ব্যতিক্রম মাহমুদউল্লাহ। তার ব্যাটে রানের ফল্গুধারা ছুটছেই। টানা দুই ফিফটির আগে খেলেন চলিশোধ্বর্ধ দুটি ইনিংস।