চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুন্সীগঞ্জে প্রাথমিকের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, আটক ৯

মুন্সীগঞ্জ সদরে প্রাথমিক স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। শহরের বিভিন্ন এলাকার মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় তাদের।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই অভিযান চালিয়ে আব্দুর রহিম, মো. কামরুল, মোস্তাফিজুর রহমান, রিয়াজ মিয়া, সাখাওয়াত হোসেন, জাকির হোসেন, মো. কাজিম, রফিকুল ইসলাম ও রতন মিয়াকে আটক করা হয়।

এ বিষয়ে থানায় মুন্সীগঞ্জ সদর প্রাথমিক পরীক্ষা নিয়ন্ত্রক তাছলিমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা জানান, জেলা প্রশাসনের নির্দেশে প্রাথমিকের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গত মঙ্গলবার প্রাথমিক ওই তিন শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়। প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় মঙ্গলবার বাংলা বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

তিনি আরো জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।