চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুন্সিগঞ্জে আলু বীজ বপন করলো ক্ষুদে শিক্ষার্থীরা

রাজধানীর একদল শিশু শিক্ষার্থী নিজের হাতে ক্ষেত প্রস্তুত করে আলু বীজ বপন করেছে মুন্সিগঞ্জ সদরের বাগেশ্বর মাঠে। চ্যানেল আই’র হৃদয়ে মাটি ও মানুষের ‘ফিরে চল মাটির টানে জুনিয়র’ এর ষষ্ঠ মৌসুমে অংশ নিয়েছেন তারা। শহরের পিচঢালা সড়ক আর গ্রামের খাল পেরিয়ে আবাদী মাঠের পথে রাজধানীর উদয়ন স্কুলের পঞ্চম শ্রেনীর একুশ শিশু ।

হালের লাঙল ছুঁয়ে দেখা দূরে থাক, মাটির স্পর্শও পায়নি যে শিশুরা, তাদের হাতেই কৃষকের লাঙল। কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় ২০১১ সাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে নিজের হাতে ক্ষেত প্রস্তুতের পর আলু বীজ বপন করে রাজধানীর এ শিক্ষার্থীরা ।

নগরের শিক্ষার্থীদের কৃষি ও কৃষকের সঙ্গে সেতুবন্ধন রচনার এ কর্মসূচিতে অল্প শ্রমেও শিক্ষার্থীদের উপলব্ধি, বড় হয়ে কৃষকদের জন্য কিছু করার ।

মৌসুম শেষে আলু তোলার পর হৃদয়ে মাটি ও মানুষের ফেলোশিপ সার্টিফিকেটও পাবে এ ক্ষুদে শিক্ষার্থীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: