চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুদ্রণ সংবাদপত্রের ভবিষ্যৎ কী?

মুদ্রণ সংবাদপত্রের ভবিষ্যৎ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন।

তিনি লিখেছেন, একটা স্ক্রিনশট ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখের, আরেকটা ১৮ এপ্রিল, ২০১৭ তারিখের। দুনিয়ার অন্যতম প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান বলছে, এসেই যখন পড়েছো, দয়া করে শোন।” গার্ডিয়ান পড়ছে আগের চাইতে অনেক বেশি মানুষ, কিন্তু পড়ে পয়সা দিচ্ছে আগের চাইতে অনেক কম মানুষ। এদিকে বিজ্ঞাপনদাতারা সামাজিক মাধ্যমে দৌঁড়াচ্ছে। তুমিই পারো আমাদের বাঁচাতে। সপ্তাহে এক কাপ কফি কম খাও, আর আমাদের মাসে ৫ পাউন্ড দান কর।