চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘মুক্তি পেতেই সাহস দেখিয়েছি’

আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত থেকে বিশ্বসেরা সাহসী নারীর পুরস্কার জেতা শারমিন আক্তার আগামীতেও বাল্য বিয়ের অভিশাপ মুক্তির কাজ করে যাবেন, যোগাবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহস।

বিশ্ব দরবারে বাংলাদেশের কিশোরীদের অদম্য সাহসের প্রতীক হিসেবে তুলে ধরেছেন এই কিশোরী। নিজের এই অর্জনকে উৎসর্গ করেছেন বাংলাদেশের সব নারীদের জন্য।

চ্যানেল আই অনলাইনকে শারমিন বলেন, “এই পুরস্কার শুধু আমার জন্য নয়, আমার দেশের সব কিশোরীর জন্য”।

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের শুভেচ্ছা-শুভকামনার স্মৃতি কথাও শারমিন তুলে ধরেছেন চ্যানেল আই অনলাইনের কাছে।

মার্কিন ফার্স্টলেডির হাত থেকে পুরস্কার নিচ্ছেন বাংলাদেশের শারমিন

বাল্যবিয়ে এবং জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে কাজ করায় বাংলাদেশের ঝালকাঠির মেয়ে শারমিন আক্তারকে ‘সেক্রেটারি অব স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ (আইডব্লিউওসি) ২০১৭’ পুরষ্কার প্রদান করা হয়। সামাজিক ও রাজনৈতিকভাবে নিজ দেশে সাহসিকতার ভূমিকা রাখায় পৃথিবীর অন্যান্য দেশের মোট ১৩ জনকে পুরষ্কৃত করা হয়।

২০১৫ সালে নবম শ্রেণিতে পড়ার সময় মাত্র ১৫ বছর বয়সী শারমিনকে বাবার বয়সী একটা লোকের সাথে তার মা বিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু শারমিন সেই বিয়ে আটকে দিয়ে নিজের মায়ের নামে থানায় মামলা করেন। পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে শারমিন।

দক্ষিণ এশিয়ায় এ ধরণের চাপের মুখে থাকা বহু কিশোরীর জন্য তিনি একটি উদাহরণ।

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে: