চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মিয়ানমারে সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে: টেরেসা মে

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, রোহিঙ্গাদের উপর নির্যাতন একটি ভয়াবহ মানবিক সংকট। আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারকে একটি কঠিন বার্তা দিচ্ছে এসব সহিংসতা বন্ধ করার জন্য।

ব্রিটিশ সংসদে একটি প্রশ্নোত্তরে এসব কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।

সম্প্রতি বাংলাদেশ ভ্রমণ করা উইল কুইন্স তার কাছে প্রশ্ন রাখেন, মিয়ানমারে এই নিপীড়ন বন্ধ করার জন্য যুক্তরাজ্য কিভাবে চাপ প্রয়োগ করবে, যেন রোহিঙ্গারা আবার তাদের ঘরে ফিরে যেতে পারে।

জবাবে মে বলেন, রোহিঙ্গাদের প্রতি কী করা হচ্ছে সেই বিষয়ে যুক্তরাজ্য গভীরভাবে সচেতন। আমরা জানি বর্তমানে বাংলাদেশে ৫ লাখ রোহিঙ্গা রয়েছে। এটি প্রবল মানবিক সংকট।

মে আরো বলেন, ইউএন সিকিউরিটি কাউন্সিলে এই বিষয়টি আমরা তিনবার উত্থাপন করেছি। সেখানে বার্মিজ কর্তৃপক্ষের জন্য সহিংসতা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পরিস্কার বার্তা দেওয়া হয় তারা যেন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করে এবং মানবিক সহযোগিতা প্রদান করে।

রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রবিহীন সম্প্রদায় এবং এবং সবচেয়ে নিপীড়িত নৃগোষ্ঠী। এই বছরের গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ৫ লাখ রোহিঙ্গা।