চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাশরাফি-তামিমকে প্রধানমন্ত্রীর ফোন

তিনি কেবল খোঁজ খবরই রাখেন না, তিনি খেলা দেখেন। সুযোগ পেলেই মাঠে ছুটে যান। সেটা সম্ভব না হলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে ফোনে কথা বলে উৎসাহ যোগান, অভিনন্দন জানান। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পরও তার ব্যতিক্রম হলো না। শনিবার রাতে জয়ের পর মাশরাফি ও তামিমের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে বলেছেন।

ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে ৯০ রানের বিশাল জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। জয়ের পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ম্যাচের সেঞ্চুরিয়ান ও ম্যাচ সেরা তামিম ইকবালের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।

কয়েকদিন আগে নিজেদের শততম টেস্টে ঐতিহাসিক জয়ের পরও বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন।